ইসরাইল রসায়নিক গ্যাস দিয়ে গাজার টানেল প্লাবিত করার পরিকল্পনা করছে,
ইসরাইল হামাসের সুড়ঙ্গে এক ধরনের নার্ভ গ্যাস বা রাসায়নিক অস্ত্র দিয়ে প্লাবিত করার পরিকল্পনা করছে, বলে দাবি করেছেন সাবেক হামাস প্রধান খালেদ মেশাল।
সাবেক হামাস প্রধান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে তার স্থল আক্রমণ বিলম্বিত করতে এবং আকাশ থেকে গাজা উপত্যকায় বোমা বর্ষণ চালিয়ে যেতে বলেছিল এবং ওয়াশিংটন ইসরাইলের স্বাধীনতার নিশ্চিত করতে তার অভিজাত ডেল্টা ফোর্সের সৈন্য মোতায়েন করেছে।
তিনি আরো বলেন, আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে এ তথ্য রয়েছে যে ইসরাইলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা হলো মার্কিন-ইসরায়েলি বিশেষ বাহিনী পাঠানো, যা মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালনা করবে। তারা রসায়নিক গ্যাস ব্যবহার করে গাজার টানেল প্লাবিত করবে। এর মাধ্যমে সুড়ঙ্গ ও পরিখায় ফিলিস্তিনি সৈন্যদের সক্ষমতা পঙ্গু করে দেবে।
0 Comments