গাজায় ফিরেছে টেলিফোন, মোবাইল ও ইন্টারনেট সংযোগ

প্রায় দেড় দিন অন্ধকারে ডুবে থাকার পর গাজায় ফিরতে শুরু করেছে বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল ও ইন্টারনেট সংযোগ।

পরে টুইটারে এক পোস্টে ফিলিস্তিন টেলিকমিউনিকেশন কোম্পানি থেকে বলা হয়, গাজায় টেলিফোন, মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ধীরে ধীরে ফিরছে।

“আমাদের কারিগরি দলগুলি চ্যালেঞ্জিং এ পরিস্থিতিতে অভ্যন্তরীণ নেটওয়ার্ক অবকাঠামোর ক্ষতি দক্ষতার সঙ্গে সারিয়ে তুলছে।”

গত ২৭ অক্টোবর শুক্রবার গাজায় রাতভর তুমুল হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইন্টারনেট ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে গাজাকে বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়। ইসরায়েলের হামলার জবাবে ওই রাতে এবং পরদিন ভোরে হামাসও রকেট ছোড়ে।

গাজায় এ সংঘাত কঠিন এবং দীর্ঘায়িত হতে চলেছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু যা বলেছেন তাতে বোঝা যাচ্ছে গাজা ইসরাইল যুদ্ধ আরও কঠিন এবং দীর্ঘায়িত হতে চলেছে। নেতানিয়াহু বলেছেন, সংঘাত এখন নতুন ধাপে প্রবেশ করেছে। যুদ্ধের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। সামনে ভূমি, আকাশ ও নৌপথে আরো তীব্র অভিযান শুরু হওয়ার ইঙ্গিতও তিনি দিয়েছেন। তিনি এই যুদ্ধ কে ইসরায়েলের বেঁচে থাকার এবং অস্তিত্ব রক্ষার লড়াই বলে বর্ণনা করেছেন তিনি। বলেছেন, যুদ্ধ শেষে ইসরায়েলই বিজয়ী হবে।