গাজায় যুদ্ধ দীর্ঘ হবে: নেতানিয়াহু
ইসরায়েল গাজায় ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। একইসঙ্গে স্থল অভিযানের পরিসরও বাড়াচ্ছে।
গাজায় যুদ্ধের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে এও বলেছেন যে, ‘গাজায় যুদ্ধ দীর্ঘ হতে চলেছে।’
তিনি বলেন, ইসরায়েল গাজায় ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। একইসঙ্গে স্থল অভিযানের পরিসরও বাড়াচ্ছে। লক্ষ্য হামাসকে নির্মূল করা এবং হামাস যোদ্ধারা যাদেরকে ধরে নিয়ে গিয়ে জিম্মি করেছে তাদেরকে ঘরে ফিরিয়ে আনা।
এ যুদ্ধে ‘ইসরায়েলই জয়ী হবে’ বলে অঙ্গীকার করেন নেতানিয়াহু। শনিবার তিনি জানিয়েছিলেন যে, গাজাজুড়ে ইসরায়েলি কমান্ডার ও সেনা মোতায়েন করা হয়েছে।
টেলিভিশনে এক ভাষণে নেতানিয়াহু বলেন, যুদ্ধ এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এ যুদ্ধ দীর্ঘ হবে এবং আমাদের দেশের জন্য এটি হবে ‘দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ’।
0 Comments