শি-বাইডেন বৈঠক আয়োজনের পথ সহজ হবে না: চীনা পররাষ্ট্রমন্ত্রী
সানফ্রান্সিসকোয় চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈঠক আয়োজন নিয়ে সম্প্রতি ওয়াশিংটন সফর করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক আয়োজনের পথ সহজ হবে না।
যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় অনুষ্ঠেয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরামের সম্মেলনের ফাঁকে শি’র সঙ্গে বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের জন্য একসঙ্গে কাজ করা নিয়ে আলোচনার জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন ওয়াং ই।
সাম্প্রতিক সময়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নানা বিষয় নিয়ে সম্পর্কের অবনতি হয়েছে। দুই দেশই একে অপরের ওপর নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞাও দিয়েছে। দুই দেশের সম্পর্ক তলানিতে থাকার সময়ই দুই দেশের শীর্ষ নেতার সম্ভাব্য বৈঠকের বিষয়টি সম্পর্ক উন্নয়নের আশা জাগিয়েছে। কিন্তু ওয়াং ই’র মন্তব্য সেই আশায় পানি ঢেলেছে।
শনিবার ওয়াং ই এক মন্তব্যে সতর্ক করে বলেছেন, “বৈঠক আয়োজনের পথ খুব সহজ হবে না এবং সেখানে ভ্রমণ করাটাও স্বয়ংক্রিয়ভাবে হবে না।”
ওয়াশিংটনে যুক্তরাষ্টের স্ট্র্যাটেজিক কমিউনিটির সদস্যদের সঙ্গে আলোচনার পর ওয়াং একথা বলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়।
গতমাসে চীনের শীর্ষ এক নিরাপত্তা সংস্থা বলেছিল, সান-ফ্রান্সিসকোয় বাইডেন-শি বৈঠক হওয়া নির্ভর করছে যুক্তরাষ্ট্রের যথেষ্ট আন্তরিকতা দেখানোর ওপর।
সে কথার সূত্র ধরে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, যুক্তরাষ্ট্র এবং চীনকে নানা বাধা দূর করে, একে অপরের বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করে, ঐকমত্য বাড়িয়ে ফল পেতে হবে।
তিনি বলেন, দুই পক্ষই যৌথভাবে সম্পর্ক স্থিতিশীল এবং উন্নত করতে ইতিবাচক সঙ্কেত পাঠিয়েছে। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নানা বিষয়ে মতভেদ এবং বৈপরীত্য থাকার পরও এ সঙ্কেত আলোচনা চালিয়ে যেতে উপযোগী এবং প্রয়োজনীয় মনে করেই সেটি করা হয়েছে।
0 Comments