যুদ্ধবিরতি নাকচ করলেন নেতানিয়াহু, বললেন ‘এটা যুদ্ধের সময়’ যুদ্ধবিরতির ডাক দেওয়া মানেই ইসরায়েলকে হামাসের কাছে,সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ করার ডাক দেওয়া। তিনি হামাসের বিরুদ্ধে যুদ্ধ জয়ের অঙ্গীকার করেছেন। তাই “গাজায় যুদ্ধবিরতি হবে না।”


নেতানিয়াহু আরও বলেন, বর্বররা আমাদের সঙ্গে লড়তে ইচ্ছুক। আমরা যুদ্ধের সূচনা করিনি। তবে এই যুদ্ধে আমরা জয়ী হব। ইরান যে ‘শয়তানের চক্র’ গড়ে তুলছে হামাস তারই অংশ বলে তিনি উল্লেখ করেন।