ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বলিভিয়া

গাজায় বেপরোয়া হামলা চালানোর জন্য ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া, কলম্বিয়া ও চিলি।

<div class="paragraphs"><p>ছবি: রয়টার্স</p></div>
ছবি: রয়টার্স
নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2023, 02:59 AM
Updated : 1 Nov 2023, 02:59 AM

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ‘আক্রমণাত্মক ও অসামঞ্জস্যপূর্ণ’ আক্রমণ চালানো জন্য ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। 

এর পাশাপাশি দক্ষিণ আমেরিকার আরও দুটি দেশ কলম্বিয়া ও চিলি পরিস্থিতি পর্যালোচনার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে।  

এই তিনটি দেশ গাজায় বেপরোয়া হামলা চালানোর জন্য ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে আর এতে ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুর তীব্র নিন্দা জানিয়েছে, খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলিভিয়ার উপপরাষ্ট্রমন্ত্রী ফ্রেদি মামানি বলেন, “গাজা ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণাত্মক ও অসামঞ্জস্যপূর্ণ হামলার নিন্দা জানিয়ে ও তা প্রত্যাখ্যান করে ইসরায়েলি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বলিভিয়া।”