যশোরে গভীর রাতে বিআরটিসির বাসে আগুন
ওই বাসে ৫০ কার্টন মোটর যন্ত্রাংশ রাখা ছিল ভোলায় পাঠানোর জন্য।
বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা তিন দিনের অবরোধের শেষ সময়ে যশোর শহরে বিআরটিসির একটি বাস আগুনে পুড়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে মনিহার বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা বাসটির পেছনের অংশে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছোটাছুটি শুরু করেন। পরে ফায়ার সার্ভিস কর্মী ও পরিবহন শ্রমিকরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
যশোর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, রাত ১০টা ৪৫ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তাদের তিনটি গাড়ি আগুন নেভাতে কাজ করে।
বাসটিতে তখন কোনো যাত্রী বা চালক ছিলেন না জানিয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, জ্বলন্ত অবস্থায় কোনোভাবে বাসটি নিজেই চলতে শুরু করে। তবে গতি কম থাকায় সামনের চাকায় ব্যারিকেড দিয়ে থামানো সম্ভব হয়।
যশোর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ফুলু বলেন, বিআরটিসির বাসটি শুক্রবার সকালে যশোর থেকে যাত্রী নিয়ে ভোলার চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা ছিল। বাসে ৫০ কার্টন মোটর যন্ত্রাংশ রাখা ছিল। ব্যবসায়ীরা ভোলার চরফ্যাশনে পাঠানোর জন্য সেগুলো বাসে তুলেছিলেন রাতে।

এ ঘটনার জন্য অবরোধকারীদের দায়ী করে তিনি বলেন, “তিন দিনের অবরোধ শেষে আরও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছে। ভয়-ভীতি দেখাতে এ ঘটনা ঘটানো হয়েছে।”
তবে অগ্নিসংযোগে বিএনপির হাত থাকার কথা অস্বীকার করে দলটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ করতে এটা সরকারের ষড়যন্ত্র। বিএনপি জনগণকে সাথে নিয়ে আন্দোলন করছে। এমন কোনো কর্মকাণ্ড করা হচ্ছে না যাতে সাধারণ মানুষের ক্ষতি হয়।”
0 Comments