নেপালে শক্তিশালী ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে বাড়িঘর। এতে নেপালের পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। তাঁদেরকে কনকনে ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে অস্থায়ী তাঁবুতে রাত কাটাতে হচ্ছে। গত শুক্রবার রাতে নেপালে শক্তিশালী ভূমিকম্পে ১৫৭ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন।ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪। গৃহহীন মানুষদের আশ্রয় দেওয়ার জন্য তাদের কাছে পর্যাপ্ত তাঁবু নেই।

ভূমিকম্পে বাড়িঘরে ধস ও ফাটল ধরায় আতঙ্কে অনেককে খোলা জায়গায় রাত কাটাতে হয়। জাজারকোট, নেপাল, ৪ নভেম্বর
ভূমিকম্পে বাড়িঘরে ধস ও ফাটল ধরায় আতঙ্কে অনেককে খোলা জায়গায় রাত কাটাতে হয়। 
শুক্রবার নেপালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার পর ২৫০টির বেশি আফটার শক অনুভূত হয়েছে। নেপালের জাতীয় ভূমিকম্পবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, এসব আফটার শকের মধ্যে ছয়টির মাত্রা চারের ওপরে ছিল।