আদম আলাই সালাম থেকে শুরু করে যত নবী-রাসূল পৃথিবীতে এসেছেন তারা সবাই তাদের উম্মতদের দাজ্জাল সম্পর্কে সাবধান করেছেন তবে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম দাজ্জাল সম্পর্কে বিশেষভাবে সতর্ক করে রেখেছেন কারণ শেষ সময় আসবে দাজ্জাল
অত্যাচার একটি আরবি শব্দ যার উৎপত্তি দাজ্জাল শব্দ থেকে যার অর্থ মিথ্যা প্রতারণা বা ছলনা আর নিখুঁতভাবে বলতে গেলে সত্যের সাথে মিথ্যা মিশিয়ে যে প্রতারণা করা হয় তাকে দাজাল বলা হয় এবং মিথ্যার যতগুলো রূপ আছে তার মাঝে সবচেয়ে ভয়াবহ রূপ হচ্ছে দাজাল আর এই সবগুলোই থাকবে দাজ্জালের মাঝে
সবচেয়ে ভয়াবহ রূপ হচ্ছে দাজাল আর এই সবগুলোই থাকবে দাজ্জালের মাঝে দাজ্জালের পরিচিতি আর আগমন সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাই সালাম যে পরিমাণে বিস্তারিত বলেছেন তা থেকে বোঝা যায় দাজ্জাল সম্পর্কে ধারণা রাখাটা প্রতিটা মুসলিমের জন্য কতটা গুরুত্বপূর্ণ
দাজ্জাল আসার আগে কিছু ঘটনা ঘটবে পৃথিবীকে প্রস্তুত করা হবে তার আগমনের জন্য মহানবী হযরত মুহাম্মদ সাঃ দাজ্জালের নিখুঁত বর্ণনা দিয়ে গেছেন তার হাদিসে যেন তার উম্মতেরা দাজ্জালকে চিনতে পারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল মাসিহ আর দাজ্জাল বলেন আল মাছি শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা বা নষ্ট করে ফেলা তাকে এই নামে ডাকা হয়েছে কারণ তার ডান চোখ নষ্ট থাকবে দেখলে মনে হবে যেন একটি আঙ্গুর থেকে সব রস শুষে নেয়া হয়েছে
সহি বুখারি হাদিসে এসেছে মহানবী সাঃ বলেন তার কপালে আরবি হরফে কাপ ফা রা এই তিনটি অক্ষর অর্থাৎ কাফির লেখা থাকবে প্রতিটি মুসলিম শিক্ষিত বা অশিক্ষিত সবাই তা স্পষ্টভাবে পড়তে পারবে
মহানবী সাঃ আরো বলেন যে তার চুল হবে কোঁকড়ানো তা হবে বাঁকা তার স্বাস্থ্য হবে খুবই শক্ত সমর্থক সে হবে যুবক তার শরীর শক্ত সমর্থ হলেও সে খুব বেশি লম্বা হবে না এবং তার চেহারায় একটা কাঠিন্য থাকবে তার কপাল ও কাঠ থাকবে প্রশস্ত
দাজ্জাল পৃথিবীতে আসার আগে তিন বছরে কথা মহানবী সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন তিনি বলেন প্রথম বছর আল্লাহ আকাশকে বৃষ্টি তিন ভাগের এক ভাগ বন্ধ রাখার নির্দেশ দিবেন দ্বিতীয় বছরে তিন ভাগের দুইভাগ আর তৃতীয় বছর কোন বৃষ্টি হবে না অর্থাৎ মানব সভ্যতা এক ভয়াবহ দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাবে এরপরেই আগমন ঘটবে তার
মহানবী সাঃ বলেন যে আল্লাহ দাজ্জালকে বেশ কিছু ক্ষমতা দিবেন আর তা দিয়ে সে ফেতনা সৃষ্টি করবে সে যাকে ইচ্ছা তাকে বৃষ্টি দিবে এবং যাকে ইচ্ছা তাকে খরা দিবে ফলে দেখা যাবে যারা তাকে অনুসরণ করছে তাদের খাদ্যের অভাব হবে না আর যারা তার পক্ষে নেই তাদের হবে প্রচুর খাদ্যের অভাব মহানবী সাল্লাল্লাহু আলাই সালাম আরও বলেন সে পুরো পৃথিবী ভ্রমণ করবে প্রতিটা গ্রাম প্রতিটা শহরে যাবে আর ফেৎনা সৃষ্টি করবে তবে দুইটি জায়গা বাদে মক্কা আর মদিনা এই দুটি শহর তার জন্য নিষিদ্ধ
দাজ্জাল পৃথিবীতে থাকবে ৪০ দিন মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন এই ৪০ দিনের প্রথম দিনটি হবে এক বছরের মত দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মত আর বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো
দাজ্জাল পৃথিবীতে থাকবে 40 দিন মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন এই ৪০ দিনের প্রথম দিনটি হবে এক বছরের মত দ্বিতীয় দিনটি হবে এক মাসের মত তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো একদিন কিভাবে এক বছরের মত বা এক মাসের মত হয় এ নিয়ে কোন স্পষ্ট ধারণা নেই তখন কি পৃথিবীর আহ্নিক গতি পরিবর্তন হবে নাকি অন্য কিছু হবে একমাত্র আল্লাহ ভাল জানেন তবে আমরা যতটুকু জানি তা হচ্ছে দাজ্জাল পৃথিবীতে আসবে এবং সে হবে সৃষ্টি জগতের সবচেয়ে বড় ফিতনা
0 Comments