আল আক্সা মসজিদে পরপর পাঁচ শুক্রবার ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়তে দেয়নি ইসরাইল খুব শিগগিরই নামাজ পড়তে পারবেন এমন আশা করাও যাচ্ছে না কিন্তু আন্তর্জাতিক চুক্তি লংঘন করে আল-আকসা মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করছেন ইহুদীরা এমনকি এই চত্বরে প্রার্থনাও করছেন তারা মুসলিমদের নামাজ না পড়তে দেয়ার বিষয়টি পুরো বিশ্বের মুসলিমদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে
ইহুদিরা বিশ্বাস করে তাদের মুক্তি দিতে এবং সারা বিশ্বে ইহুদীদের একচ্ছত্র শাসন প্রতিষ্ঠা করতে তাদের মধ্যে একজন তাতা আসবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত না তারা মন্দির পুনরায় তৈরি করছে ততক্ষণ সেই তাতা আবির্ভূত হবেন না আর ইসলামের ভাষ্য অনুযায়ী ইহুদীদের এই তাতাই দাজ্জাল যিনি গোটা বিশ্ব শাসনব্যবস্থার একক নিয়ন্ত্রণ নেবে
থার্ড টেম্পেল গরতে ইসরাইলি বেশ কিছু প্রতিষ্ঠান ইতোমধ্যে এগিয়ে এসেছে তারা পুরোহিতদের পোশাক সহ বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত করছে এসব লক্ষণ দেখে অনেকের ধারণা খুব শিগগিরই ইহুদীরা থার্ড টেম্পল নির্মাণের উদ্যোগ নিতে পারে
ইহুদিরা মনে করে আল আকসা ভেঙ্গে তারা যেকোনো সময় থার্ড টেম্পল করতে পারে কিন্তু ইহুদীদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মন্দির নির্মাণের আগে তাদের অবশ্যই পবিত্র হতে হবে সেজন্য তাদের একটি লাল গরু দরকার
আর সেই লাল গরুর একটি পশমও লাল ছাড়া অন্য রঙের হলে হবে না এমনকি কোন ক্ষুদ্র থাকা যাবে না গরুটিকে হতে হবে মাঝারি বয়সী এই গরুকে জবাইয়ের পর পুরো দেহটি পুড়িয়ে ফেলতে হবে আর সেই ছাই পানিতে মিশিয়ে প্রার্থনার পর পুরো ইহুদি জাতি পবিত্র হবে সেটি করা হয়ে গেলে থার্ড টেম্পল নির্মাণের পথে ধর্মীয় কোন বাধা থাকবে না
এদিকে আল-আকসা মসজিদের ফিলিস্তিনিদের কাছে যেমন আত্মপরিচয়ের প্রধান প্রতীক ঠিক তেমনি সমগ্র মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ তাই এই মসজিদকে রক্ষায় মরিয়া হয়ে হামাস সাত অক্টোবর ইসালে হামলা চালায়
0 Comments